জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: মাসিক বা ঋতুস্রাব বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বরিশালে নারী ও কিশোরীদের নিয়ে আলোচনা সভা ও র্যালি হয়েছে। মঙ্গলবার সকালে বরিশাল প্রেস ক্লাবের হলরুমে সভা হয়। এরপর অংশগ্রহণকারী কিশোরীসহ অতিথিরা নগরীতে একটি র্যালি বের হয়। বিশ্ব মাসিক ব্যবস্থাপনা দিবস উপলক্ষ্যে নারীপক্ষের উদ্যোগে তারুণ্যের কন্ঠস্বর ও বরিশাল মহিলা কল্যাণ সংস্থার আয়োজনে এ সভা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মেহবুব মোর্শেদ, বরিশাল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রুনা লায়লা, বিএমকেএস-এর পরিচালক কাওছার পারভিন, সাধনা রানি ব্যাপারি, নারীপক্ষের ফেলো ময়ূরী আক্তার টুম্পা, ফরিদা ইয়াসমিন, স্বপন ঘোষ, কান্তা দেসহ দূর্বারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশে নারী ও কিশোরীদের জন্য মাসিক স্বাস্থ্য উন্নয়ন এবং প্রচারে অবদান রাখা ব্যক্তিরা বিভিন্ন আলোচনা করেন। মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সমস্যাগুলো অতিক্রম করতে এসময় পরিবর্তনের গল্প, সরকারি অঙ্গীকার এবং বক্তারা বলেন, ঋতুস্রাব প্রজনন চক্রের সবচেয়ে প্রাকৃতিক এবং অপরিহার্য অংশগুলোর একটি হলেও এখনও এটি একটি নিষিদ্ধ বা ট্যাবু বিষয়। যা বর্তমানে শুধুমাত্র একটি মেয়েলি সমস্যা হিসেবে বিবেচিত হয়। ঋতুস্রাব নিয়ে সমাজে অনেক ধরণের কুসংস্কারের জন্য দৈনন্দিন কাজে নারীদের তৎপরতা বাধাগ্রস্ত হয়।
এ কারণে প্রায়ই তাদেরকে পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে বাঁধা দেওয়া হয়। এ বিষয়ে খোলামেলাভাবে আলোচনা করা হয় না, এবং পরিবার বা স্কুল পর্যায়ে যথাযথ নির্দেশনা দেওয়া হয় না। মাসিককে ঘিরে নানা কুসংস্কারের কারণে মেয়েরা এবং নারীরা মাসিকের সময় অস্বাস্থ্যকরভাবে তাদের মাসিক ব্যবস্থাপনা করেন যার ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন। এক্ষেত্রে আমাদের সচেতনতা জরুরী।