ঢাকা
২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১:১৬
logo
প্রকাশিত : মে ২৭, ২০২৫

কালিয়াকৈরে শিশু স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভ্যান চালক গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা সফিপুর বাজার এলাকায় মঙ্গলবার দুপুরের পুলিশ টাঙ্গাইল শাহীন স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিং সফিপুর শাখার এক শিশু স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুল ভ্যান চালককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হলো চুয়াডাঙ্গা জেলার আলফা ডাঙ্গা উপজেলা শিবপাড়া এলাকার আব্দুল রাহাত আলীর ছেলে রায়হান আলী (৪০)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকার একটি বহুতল ভবনে টাঙ্গাইল শাহীন স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিং সেন্টার খুলে শিক্ষা কার্যক্রম চালাতে থাকে। গত কয়েক মাস আগে স্কুল কর্তৃপক্ষ রায়হান আলীকে স্কুল ভ্যান চালক হিসেবে নিয়োগ দেয়। ওই স্কুল ভ্যান চালক রায়হান সকালে স্কুল ছুটি হওয়ার পর ৫ জন শিশু শিক্ষার্থীকে স্কুল ভ্যানে করে বাসায় পৌছে দেওয়ার জন্য নিয়ে যায়। এসময় এ ভ্যান চালক চারজন শিক্ষার্থীকে তাদের বাসার সামনে নামিয়ে দেয়। পরে অপর আরেক শিক্ষার্থীকে তার বাসায় পৌছে দেওয়ার সময় নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে ভ্যান চালককে জিজ্ঞাসা করলে চালক কৌশলে ওই শিক্ষার্থীকে তার বাড়ীর সামনে নামিয়ে দিয়ে আবার স্কুলে চলে আসে। শিক্ষার্থী বাড়ীতে গিয়ে তার মাকে ঘটনাটি বললে শিক্ষার্থীর মা ও কয়েকজন লোক স্কুলে এসে স্কুল কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়।

এসময় এঘটনার খবরটি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা চালক রায়হানকে আটক করে পুলিশে সোপর্দ করে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করে।

স্থানীয়রা জানান, উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় গত কয়েক বছর আগে একটি বহুতল ভবন ভাড়া নিয়ে টাঙ্গাইল শাহীন স্কুল অ্যান্ড ক্যাডেট কোচিং শাখা খুলেন। সেখানে সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করে কোচিং বাণিজ্যসহ নানা কার্যক্রম চালাতে থাকে। এ নিয়ে গত এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ করার সময় শিক্ষার্থীদের কাছ থেকে ১০-১৫ হাজার টাকা করে আদায় করার অভিযোগে ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করে কয়েকজন অভিভাববক। ওই স্কুলের পরিচালক আওলাদ হোসেনসহ কয়েকজন শিক্ষক দেনদরবার করে পার পেয়ে যায়।

শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আওলাদ হোসেন বলেন, ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর মা কয়েকজন লোক নিয়ে এসে স্কুল ভ্যান চালকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে। পরে আমরা রায়হানকে আটক করে পুলিশে সোপর্দ করি।

কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোঃ যোবায়ের আহমেদ বলেন, এ ঘটনায় রায়হান আলী নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram