অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ভুলু মালাকার (৩৫) ও জিসান হাওলাদার (২৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা ও ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ভুলু মালাকার কনকদিয়া গ্রামের বিশ্বেশ্বর মালাকার ও জিসান হাওলাদার একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। তারা এলাকার চিহ্নত মাদককারবারী। এদের বিরুদ্ধে ইতোপূর্বে ৩টি মাদক মামলাসহ অন্তত ৫টি মামলা রয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম ও মোহাম্মদ শাহবুদ্দিন হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ কনকদিয়া গ্রামে অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে দুইটি মামলা দায়ের হয়েছে।