গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো বৌদ্ধধর্মাবলীদের প্রধান উৎসব মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূণির্মা। এ উপলক্ষে গাজীপুরে বসবাসরত বিপুল সংখ্যক নর নারী এক বর্নাঢ্য শান্তি শোভাযাত্রা বের করেছে। এসময় পায়রা উড়িয়ে সকল জীবের প্রতি মৈত্রী কামনা করা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) স্টুডেন্ট কমপ্লেক্সে পবিত্র বুদ্ধ পূজা, বুদ্ধ প্রতিবিম্বদান, অষ্টপরিস্কার দানসহ জাতিধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি কল্যাণ কামনায় প্রার্থণা করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে গাজীপুর বুড্ডিস্ট কমিউনিটির সভাপতি শিমুল বড়ুয়ার সভাপতিত্বে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য, সংগঠনের কার্যক্রম ও গাজীপুরে বসবাসরত যুদ্ধদের ধর্মীয় চর্চা অব্যাহত রাখতে একটি বৌদ্ধ বিহার স্খাপনের গুরত্ব তুলে ধরে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় বক্তব্য রাখেন, অমর বিকাশ চাকমা, পিকলু রড়ুয়া, লিটন বড়ুয়া, শান্তি বিকাশ চাকমা, অপু বড়ুয়া, সন্তোষ বড়ুয়া, অমল বড়ুয়া, ঝুংকুমনি চাকমা, উদ্দিপন চাকমা, রিপন চাকমা প্রমুখ।