দুপুরের মধ্যে দেশের অন্তত ছয় জেলায় বজ্রবৃষ্টি হতে পারে। সেজন্য সতর্কতা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ সময় নাগরিকদের জন্য বেশ কিছু নির্দেশনাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৬ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানে/বৃষ্টি/বজ্র বৃষ্টি হতে পারে। এসময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে মঙ্গলবার (৬ মে) সকাল ৬টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টার দিনাজপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলাসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।
এ সময়ে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। সেগুলো হলো:
বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা।
জানালা ও দরজা বন্ধ রাখা।
সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা।
নিরাপদ আশ্রয়ে আশ্রয় নেয়া।
গাছের নিচে আশ্রয় না নেয়া।
কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান না দেয়া।
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে রাখা।
জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা।
বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকা।
শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
এদিকে আগামীকাল বুধবার (৭ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বৃহস্পতিবার (৮ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শুক্রবারও সিলেট বিভাগের দু’এক আয়নায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এই সময়ের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।