মো: ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ খ্রি. এর ফিতা কেটে এফ এম এগ্রো ফুড লিমিটেড এর চাল সংগ্রহের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।
সোমবার (৫ মে) সকালে উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বিরামপুর খাদ্য গুদাম প্রাঙ্গণে এফ এম এগ্রো ফুড লিমিটেড অটো রাইস মিল এর চাল সংগ্রহের মধ্য দিয়ে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এ এইচ এম তৌহিদুল্লাহ, বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার, এফ এম এগ্রো ফুড লিমিটেড এর মেলার মিনহাজুল হক, মোস্তফা অটো রাইস মিল এর মেলার মোস্তফা হোসেন আহমেদ, মেসার্স আল-আমিন ইন্ডাস্ট্রিজ এর মেলার আব্দুল খালেক ও জসীমউদ্দীন। এছাড়াও বিভিন্ন হাসকিং মিল মালিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলার ৩টি অটো রাইস মিল মালিক ও ৩৪টি হাসকিং মিল মালিকসহ মোট ৩৭টি মিল মালিকদের নিকট থেকে ৬৪৫৯ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। উপজেলার ৩টি অটো রাইস মিল এর মধ্যে এফ এম এগ্রো ফুড লিমিটেড ২৪৩০.৮০ টন, মোস্তফা অটো রাইস মিল ১৩৯৭.৩৪০ টন, মেসার্স আল-আমিন জে কে এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ ১২৯৬.০৯০ টন এবং ৩৪টি হাসকিং মিল মালিকগণ ১৩৩৫.৩৯০ টন সিদ্ধ চাল প্রদান করবে। এছাড়াও জানাযায় অ্যাপসের মাধ্যমে উপজেলার কৃষকদের নিকট হতে ১১২০ টন বোরো ধান সংগ্রহ করা হবে।
এ বিষয়ে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান খন্দকার বলেন, এ বছর আমাদের গুদামে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩৬ টাকা কেজি ধরে ১ হাজার ১শ'২০ টন এবং সিদ্ধ চাল ৪৯ টাকা কেজি দরে ৬ হাজার ৪শ' ৫৯ টন। তিনি আরো বলেন, এ সব ধান ও চল সংগ্রহের সময়সীমা বেধে দেয়া হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত।