মাত্র ১৪ বছর বয়সে ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) ৩৫ বলে দুর্দান্ত এক শতকের ইনিংস খেলেছেন বৈভব সুরিয়াবংশী। তরুণ এ ক্রিকেটারের পারফ ম্যান্সে মুগ্ধ বিশ্বের ক্রিকেট ভক্তরা। বাদ যাননি নরেন্দ্র মোদি-ও। এই বিস্ময় বালককে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী।
রোববার (৪ মার্চ) ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’- এর উদ্বোধনী অনুষ্ঠানে বৈভবের প্রশংসা করে মোদি বলেন, আমরা সবাই বৈভব সুরিয়াবংশীর পারফরম্যান্স দেখেছি। আইপিএলে অসাধারণ খেলছে। বিহারের ছেলে বৈভব এত অল্প বয়সেও এত বড় রেকর্ড তৈরি করেছে। অনেক পরিশ্রমের ফসল এটা। বিভিন্ন স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতাও এক্ষেত্রে কাজে লেগেছে।
মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক নজির গড়েছেন বৈভব। বিশ্বে এত কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড আর কারও নেই। তার এই সেঞ্চুরি দেশটির ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে উল্লেখ করে মোদি বলেন, যে যত বেশি খেলবে, তার তত উন্নতি হবে।
এর মধ্য দিয়ে তরুণ প্রজন্মকে একটি কাজে দীর্ঘ ফোকাসে থেকে ভালো ফলাফল নিয়ে আসার প্রতি আলোকপাত করেন নরেন্দ্র মোদি।
রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশীকে ১.১০ কোটি টাকায় আইপিএলের নিলাম থেকে দলে নেয়া হয়। সঞ্জু স্যামসন চোট পেয়ে মাঠের বাইরে থাকায় বৈভবকে সুযোগ দেওয়া হয় ওপেনিংয়ে। আর সেখানে জ্বলে উঠতেই এখন তিনি রাজস্থান রয়্যালসের ওপেনিংয়ে যশস্বী জসওয়ালের স্থায়ী পার্টনার হয়ে গেছেন।
উল্লেখ্য, সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। অনেকের ধারণা, ভোটের আগে ‘বিহারের ছেলে’ বৈভবকে নিয়ে মোদির এমন ইতিবাচক মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।