লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫ শতাংশ টাকা ও মহার্ঘ ভাতাসহ ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা করেছে শ্রমিক ও কর্মচারীরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে সুগার মিলের প্রশাসনিক চত্বরে জড়ো হয়ে তারা এসব দাবি জানান।
এসময় বক্তারা বলেন, পে-কমিশনের কর্মচারী ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫ শতাংশ টাকা ও মহার্ঘ ভাতা কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার চুক্তিভিক্তিক জনবলদের অন্তর্ভুক্ত করার দাবি জানান। এছাড়া অভ্যন্তরীণভাবে মৌসুমি সিপিসি এবং বিভিন্ন বিভাগের মৌসুমি জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ, স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুমি জনবলকে স্থায়ী পদে সমন্বয় ও দক্ষ কর্মী তৈরির স্বার্থে দৈনিক হাজিরার চুক্তিভিক্তিক জনবলদের নিয়োগ ও অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারীদের পিএফ গ্রাজুয়টি নিয়ম অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে পরিশোধের দাবি জানান। অন্যথায় তাদের দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন বক্তরা।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সহ-সভাপতি মনিরুল ইসলাম অমল, সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।