টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগে এলজিইডিতে দুদকের অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে কয়েক ঘণ্টা জেলা এলজিইডি কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক নুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাথমিকভাবে কাজ না করে টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক কর্মকর্তারা।
জেলা এলজিইডি কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নানাবিধ অনিয়ম ও দুর্নীতি, একাধিক প্রকল্পের কাজ সঠিকভাবে সম্পন্ন না করেই বিধিবহির্ভূতভাবে অগ্রিম বিল উত্তোলন, এলজিইডি'র তত্ত্বাবধানে গ্রামগঞ্জের রাস্তা এবং ব্রিজ-কালভার্ট নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কাজের গুণগতমান বজায় না রাখা এবং উপজেলা ও জেলা পর্যায়ে এলজিইডির বিভিন্ন কর্মকর্তাগণ কর্তৃক নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তারা ধাপে ধাপে কালিহাতী, মধুপুর, ভূঞাপুর সখীপুর, মির্জাপুর উপজেলায় অভিযান পরিচালনা করবে।
দুদক জেলা শাখার সহকারী পরিচালক বলেন, সুনির্দিষ্টভাবে অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রকল্পের কাগগুলো যাচাই বাছাই করা হয়েছে। কাজ না করেই বিভিন্ন প্রকল্পের থেকে বিল উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।