এস মিজানুল ইসলাম, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: সোমবার (২৮ এপ্রিল) সকাল ৮ টায় বানারীপাড়ায় বৃটিশ বিরোধী আন্দোলনের একাধিকবার কারাবরণকারী স্বাধীনতা আন্দোলনের নেতা, দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বিভিন্ন সামাজিক ও শিক্ষা মুলক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, কুমুদ বিহারী গুহু ঠাকুরতার ৫১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
তার বেদীস্থলে বানারীপাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পুষ্পগুচ্ছ অর্পণ করেন। এসময় বক্তৃতা করেন নতুনমুখ সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক, অনুপ কুমার গুহু, বাংলাদেশ মানবাধিকার কমিশন বানারীপাড়ার সাধারণ সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের উপপরিচালক দেবাশীষ দাস, নতুনমুখের সম্পাদক মো: শাজাহান, সাবেক সম্পাদক হরে কৃষ্ণ বিশ্বাস, কাউন্সিলর গৌতম সমাদ্দার, আশীষ রঞ্জন ঘোষ প্রমুখ।
এসময় বক্তরা কুমুদ বিহারীর স্মৃতি রক্ষার্থে তাঁর বেদীস্থলের আরো সংস্কার করার জন্য দাবী করেন।