মোহাম্মদ মহিউদ্দিন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতে বিশাখা সরকার (৩৭) নামের এক কৃষাণীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের রাধা গবিন্দ বাড়ির কৃষাণী বাড়ির পাশে অবস্থিত জমি হতে খড় আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন তিনি। নিহত বিশাখা সরকার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের হরিপদের স্ত্রী। বিশাখা সরকারের তিনটি কন্যা সন্তান রয়েছে।
বিশাখার স্বামী হরিপদ সরকার জানান, আকাশে মেঘ দেখে আমরা স্বামী-স্ত্রী তড়িগড়ি করে বাড়ির পাশে শুকাতে দেওয়া খড়ের গাঁদা আনতে যাই। বাড়ি থেকে বের হবার পরপরই শুরু হয় ঝড়-বৃষ্টি। আমার স্ত্রী একটি খড়ের গাদা আমার মাথায় তুলে দেয় যা নিয়ে আমি বাড়ির দিকে রওনা হই। অপরদিকে খোলা আকাশের নিচে ব্রজপাতের শিকার হয় বিশাখা। তাৎক্ষণিক তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জাহিদ হোসাইন জানান, তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে বজ্রপাতে আতঙ্কিত হয়ে মারা যেতে পারেন। তাকে হাসপাতালে আনার আগেই মারা যান। আকাশে কালো মেঘ দেখলেই নিজেদের প্রতি প্রতিরোধ ব্যবস্থা ও নিরাপদ আশ্রয়ে যেত বলছেন এই চিকিৎসক।