তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার বেশি চাই, কারেন্ট জাল ও কোনা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।
রবিবার বিকেল ৫ টার দিকে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে এ অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কায্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।
এ সময় এর সাথে জড়িত দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রতনপুর গ্রামের মুসা মিয়ার ছেলে নজির মিয়া ও রামসিংহপুর গ্রামের তারা মিয়ার ছেলে জুয়েল মিয়া।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এর নেতৃত্বে এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক, গোলাবাড়ী ও রামসিংহপুর আনসার ক্যাম্পের সদস্যগণের সহযোগিতায় টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযানে ৩ হাজার ৫০০ মিটার রিং চাই, ১০০০ মিটার কোনা জাল ও ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকার বেশি।
এছাড়া অভিযানকালে এর সাথে জড়িত ২ জন জেলেকে আটক করা হয়। পরে সুনামগঞ্জ জেলা প্রশাসক কায্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান নজির মিয়াকে ৫০০ টাকা ও জুয়েল মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক।
সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান জানিয়েছেন, টাংগুয়ার হাওরে সকল অনিয়ম প্রতিরোধ আমাদের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে। কোনো ছাড় দেয়া হবে না।