পীরগঞ্জ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফ্যানের সাথে বিদ্যুৎ সংরযাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারুন রশিদ নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বনুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পীরগঞ্জ থানার উপ পরিদর্শক রতন চন্দ্র রায় জানান, বনুয়াপাড়া গ্রামের সাখওয়াত হোসেনের ছেলে এএসসি পরীক্ষার্থী হারুন রশিদ পরীক্ষা শেষে রবিবার দুপুরে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সাথে বৈদ্যুতিক সংযোগ দেওয়া সময় বিদ্যুতের সাথে জড়িয়ে পড়ে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ঐ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।