শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিএনপির নাম ব্যবহার করে নির্মাণাধীন ম্যাক হ্যাচারী লি: (ইউনিট-২) কারখানার নির্মাণ কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগে তাদের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবীর কথাও উল্লেখ রয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ওই কারখানার নিরাপত্তা কর্মকর্তা আব্দুল বারী শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
নির্মাণাধীন ম্যাক হ্যাচারী লি: (ইউনিট-২) কারখানাটি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর (নেহালিয়া) গ্রামে অবস্থিত।
অভিযুক্তরা হলো- বরমী ইউনিয়নের সাতখামাইর (দুলর্ভপুর) গ্রামের মৃত সামসুদ্দিন আকন্দের ছেলে জাহাঙ্গীর (৪০), লিটনের ছেলে ইব্রাক একান্ত (২৬), সুমন (৩৮), নৈমুদ্দিন আকন্দের ছেলে রাসেল আকন্দ (৩৮) এবং মৃত সারোয়ার আকন্দের ছেলে আলিফ আকন্দ (২০) সহ তাদের অজ্ঞাত ৫০/৬০জন সহযোগী।
অভিযোগের বিবরণ ও ভুক্তভোগী কারখানার নিরাপত্তা কর্মকর্তা আব্দুল বারী জানান, ম্যাক হ্যাচারী লি: (ইউনিট-২) নির্মাণ কাজ চলছে। বেশ কিছুদিন পূর্ব হইতে অভিযুক্ত ও তাদের সহযোগীরা কারখানায় উপস্থিত হয়ে বিএনপির নাম ব্যবহার করে নির্মাণ কাজে বাধা প্রদান করে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২ টায় অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে কারখানায় প্রবেশ করে তাদের পূর্বের দাবীকৃত ১০ লাখ টাকা দাবী করে। তাদের দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় তাকেসহ কারখানার কর্মকর্তা ও নির্মাণ শ্রমিকদের হত্যার হুমকি দিয়ে আসে। এক পর্যায়ে তারা কর্মকর্তাদের মারপিট করার চেষ্টা করে এবং নির্মাণ কাজ বন্ধ করে শ্রমিকদের কারখানা থেকে বের করে দেয়। ইতিপূর্বেও একাধিকবার অভিযুক্তরা কারখানার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এসময় তারা কারখানার নির্মাণ সামগ্রী ভাংচুর করে লুটে নেয় এবং ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে। তারা যাওয়ার সময় হুমকি দিয়ে যায় দাবীকৃত ১০ লাখ টাকা চাঁদা না দিলে কোন অবস্থাতেই কারখানার নির্মাণ কাজ করতে দিবেনা। তাদের অব্যাহত হুমকি এবং বাধার কারণে বর্তমানে কারখানার নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
অভিযুক্ত জাহাঙ্গীর বলেন, অভিযোগের বিষয়ে আমি কিছুই জানিনা। কথা ছিল সবাইকে নিয়ে সমন্বয় করে কারখানার নির্মাণ কাজ করবে। কিন্তু ছাত্রদলের সামিউল ইসলাম একা একাই কাজ করতেছে। এলাকার ছেলেপেলে গিয়ে কাজ বন্ধ করেছিল। আমরা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কাজ চালু করে দিয়ে এসেছি।
ছাত্রদলের সামিউল ইসলাম বলেন, আমি কারখানা থেকে ওয়ার্ক অর্ডার (কার্যাদেশ) পেয়ে বৈধভাবে নির্মাণ সামগ্রী সরবরাহ করে আসছি। অভিযুক্তরা দীর্ঘদিন যাবত আমাকে কারখানায় নির্মাণ সামগ্রী দিতে বাধা প্রদান করে আসছে।
শ্রীপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বলেন, ম্যাক হ্যাচারী লি: (ইউনিট-২) কারখানার নির্মাণ কাজে বাধা এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির একটি অভিযোগ দিয়েছে ওই কারখানার নিরাপত্তা কর্মকর্তা।