জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: দায়িত্ব থেকে অব্যাহতির পরও দায়িত্ব হস্তান্তর করছেন না সোনাগাজী উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ। তার এমন আচরণে সোনাগাজী উপজেলায় এত মধু কেন, এসব মুখরোচক আলোচনা হচ্ছে সর্বত্র।
বদলীর আদেশের ১৩ দিনেও সোনাগাজী ছাড়ছেন না তিনি। নির্বাহী প্রকৌশলীর দফতর তাকে ২১ এপ্রিল দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও তিনি সোনাগাজীতে থাকতে বদলীর আদেশ কাটাতে নানা চেষ্টা-তদবীর করছেন বলে জানা গেছে। তার স্থলে মো. মনির হোসেন যোগদান করলেও তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না মোজাহিদ।
এলজিইডি অফিস সূত্র জানায়, এলজিইডির প্রধান প্রকৌশলী আবদুর রশিদ মিয়া স্বাক্ষরিত চিঠিতে গত ১০ এপ্রিল সোনাগাজী উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদকে লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা প্রকৌশলী হিসেবে বদলী করা হয়। অপর এক চিঠিতে চাঁদপুর উত্তর মতলব উপজেলা সহকারী প্রকৌশলী মো. মনির হোসেনকে ৬ষ্ঠ গ্রেডের দায়িত্ব দিয়ে সোনাগাজী উপজেলা প্রকৌশলীর দফতরে বদলীর আদেশ দেওযা হয়। মো. মনির হোসেন গত ১৬ এপ্রিল নির্বাহী প্রকৌশলীর দফতরে যোগদান করেন। তিনি সোনাগাজী উপজেলা প্রকৌশলীর কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে চাইলে মোজাহিদ কালক্ষেপণ করতে থাকেন। তিনি মনির হোসেনকে দায়িত্ব না বুঝিয়ে দিয়ে বদলীর আদেশ কাটাতে এলজিইডির প্রধান প্রকৌশলীর দফতরে তদবীর করছেন।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী প্রকৌশলী মো. মনির হোসেন বলেন, আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে চাকরিবিধি মেনে যোগদান করেছি। কিন্তু উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদ কি কারণে দায়িত্ব হস্তান্তর করছেননা, সেটি আমার বোধগম্য নয়। উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের মোজাহিদকে তার ব্যবহৃত মুঠোফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলী মাহমৃদ আল ফারুক বলেন, আমি সোনাগাজী উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মোজাহিদক রিলিজ করে দিয়েছি। তিনি বদলীর আদেশ মডিফাই করার জন্য কালক্ষেপণ করছেন। তার ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২২ সালের ৮ ডিসেম্বর আবদুল কাদের মোজাহিদ সোনাগাজী উপজেলা প্রকৌশলী হিসেবে যোগদান করেন।