মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে কতিপয় ব্যক্তি ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণ করলে বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করে। আটককৃত ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে জানায়। তার ডান পাশের প্যান্টের পকেট হতে বাংলাদেশ আর্মির আইডি কার্ড ও কোমড় হতে একটি ওয়াকিটকি উদ্বার করে বিরামপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১০ ঘটিকায় বিরামপুর পৌরশহরের ৬নং ওয়ার্ডের মাহমুদপুর শান্তিমোড় এলাকায় বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (নিঃ) আতাউর রহমান, এএসআই (নিঃ) মোঃ হানিফ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে কতিপয় ব্যক্তি ছিনতাইয়ের প্রস্তুতি গ্রহণ করতেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা পালানোর চেষ্টা করে। এসময় আব্দুল কাদের ওরফে রোমান (২৫) নামে একজনকে আটক করে এবং অন্যান্যরা পালিয়ে যায়। তাঁকে জিজ্ঞাসা করলে সে নিজেকে সেনাবাহিনীর সদস্য বলে জানায়। একপর্যায়ে তার কথাবার্তা অশোচনীয় মনে হলে তার দেহ তল্লাশি করে ডান পাশের প্যান্টের পকেট হতে বাংলাদেশ আর্মির আইডি কার্ড ও কোমড় হতে একটি ওয়াকিটকি উদ্বার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, সে সহ পলাতক আসামিরা দীর্ঘদিন হতে নিজেদের বাংলাদেশ আর্মি সদস্য পরিচয় দিয়ে স্থানীয় জনসাধারণকে নির্জন স্থানে আটক করে টাকা ও দামী জিনিসপত্র ছিনতাই করে।
আটককৃত আসামি আব্দুল কাদের ওরফে রোমান দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কসবা সাগরপুর এলাকার মৃত রফিতুল্লাহ মন্ডলের ছেলে।
বিরামপুর থানা পুলিশ আটককৃত আসামির নিকট তল্লাশি চালিয়ে বাংলাদেশ আর্মির আইডি কার্ড, যা নীল রংয়ের ফ্রেমের মধ্যে সবুজ ও সাদা রংয়ের কার্ড যাতে রোমান নামক ব্যক্তির নাম ও ছবি আছে, ১ টি কালো রংয়ের ওয়াকিটকি হ্যান্ডসেট, যার গায়ে BAOFENG লেখা আছে। এছাড়াও একটি SYMPHONY Hero 20 নেভীর রংয়ের বাটন মোবাইল ফোন, একটি Galaxy S10 কোরাল ব্লু রংয়ের টাস ফোন, একটি POCO X-5 Pro (5G) কালো রংয়ের টাস।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, বিরামপুর থানা পুলিশের তৎপরতায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ওৎ পেতে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার একটি টিম এ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেপ্তারের সময় তার দেহ তল্লাশি করে একটি সেনাবাহিনীর পরিচয়পত্র (আইডি কার্ড) এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সেনাবাহিনীর সদস্য নয় বলে স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছিল। এ বিষয়ে বিরামপুর থানায় ছিনতাইয়ের চেষ্টা ও সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণ সংক্রান্ত মামলা রুজু করা হয়েছে।