তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুংকা দাখিল মডেল মাদরাসায় ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ডাচ বাংলা ব্যাংকের অর্থায়নে ও জনতা চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এলাকার অর্ধশতাধিক রোগী প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। ১২ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।
বিশিষ্ট মুরুব্বি আব্দুর রাজ্জাক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান, মেডিকেল অফিসার ডা. উর্মি পাল, বিশিষ্ট মুরুব্বি মোঃ আলা উদ্দিন, পুরান বারুংকা মডেল মাদরাসার সভাপতি মোঃ সুহেল আলম, সদস্য ডা. তছকির আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন ইলিয়াস আলী মোড়ল, মোঃ মাসুক মিয়া, মোঃ জালাল উদ্দিন, মাদরাসার কোষাধ্যক্ষ সেলিম আহমদ, মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) জাকারিয়া আহমদ প্রমুখ।