আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় আহসানগঞ্জ ইউনিয়নের শুকটিগাছা বাজার বণিক সমিতির অফিসে আত্রাই থানা পুলিশের আয়োজনে এ সমাবেশ হয়।
আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মুঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন। তিনি সামাজিক শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করে বলেন,
"সামাজিক শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। পুলিশ প্রশাসন এক্ষেত্রে নিরলসভাবে কাজ করলেও স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সহযোগিতা ছাড়া টেকসই শান্তি সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমরা চাই অপরাধ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাই এগিয়ে আসুন। কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ বা আইন ভঙ্গের ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশকে জানান। একসাথে কাজ করেই আমরা আত্রাইকে একটি নিরাপদ ও উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলতে পারব।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, আত্রাই থানা পুলিশের এসআই মো. সাজেদুর রহমান, এসআই মো. মামুনুর রশিদ এবং আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন রকেট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মো. আছির উদ্দিন, মো. আজাহার আলী, মো. আব্দুল জলিল, মো. সালাম, মো. শহিদুল ইসলামসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।