ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩৯
logo
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৫

ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে নবীনগরে বিক্ষোভ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা, মসজিদুল আকসায় পুলিশি অভিযান এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ইব্রাহিমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের  আয়োজনে স্থানীয় জনগণ ও বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি স্থানীয় পালবাজার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতিমখানা গেইটে এসে বিক্ষোভকারিরা সমবেত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন স্লোগানসম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড বহন করেন। তারা ‘ইসরায়েলের আগ্রাসন বন্ধ করো’, ‘আল-আকসায় হামলার বিচার চাই’, ‘ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বারবার মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। আল-আকসা মসজিদের মতো পবিত্র স্থানে হামলা চালিয়ে তারা মুসলিম উম্মাহকে চরমভাবে আঘাত করেছে।”

বক্তারা জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram