কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের হতদরিদ্র নান্নু মিয়ার (৬৪) বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে তার ৬টি ছাগল ও ১০টি হাঁস পুড়ে অঙ্গার হয়ে গেছে। সেই সাথে নান্নু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৯) এর পুরো শরীর আগুনে ঝলসে গেছে। তিনি বর্তমানে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নান্নু মিয়ার ঘরে আগুন লাগে। ওই ঘরের একপাশে ছাগল ও হাঁস এবং অপর পাশে সুফিয়া বেগম ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় সুফিয়ার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে কোনমতে ঘর থেকে বের করা হয় সুফিয়া বেগমকে। কিন্তু ঘরের আসবাবপত্র, ছাগল এবং হাঁসগুলো বের করা সম্ভব হয়নি। সেগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
খবর পেয়ে শুক্রবার সকালে কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন হতদরিদ্র ওই পরিবারটির আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক জানান, ওই মহিলা চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে আমরা তাকে সরকারি সহযোগিতা দেবো।