পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় সেলিম (৫৫) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। আটককৃত সেলিম উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজ গ্রামের আবুল হাসেমের ছেলে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেলিম বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানায়, পুঠিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁর যাবজ্জীবন সাজা হয়। এরপর থেকে সে পালাতক ছিল। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেলিম বাড়িতে অবস্থান করার কথা আমরা জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এছাড়াও তিনি বলেন, বুধবার সকালে আটক সেলিমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।