অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: এসএসসি পরীক্ষার্থী মেয়ে তাসফিয়াকে নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন বাবা মাহবুবুর রহমান। পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত মাহবুবুর রহমানকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আর মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের কালিশুরী এসএ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বৃহস্পতিবার বেলা সাড়ে আটটার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে এসএসসি পরীক্ষার্থী মেয়ে তাসফিয়াকে নিয়ে নিজ স্কুল কালিশুরী এসএ ইনষ্টিটিউশন কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে গাজিমাঝি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহবুবুর রহমান। পরে স্থানীয়রা দ্রুত মেয়েকে পরীক্ষা কেন্দ্রে আর বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কালিশুরী এসএ ইনষ্টিটিউশনের শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা কর্মস্পৃহা হারিয়ে ফেলেছেন।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ইউসুফ বলেন, তাসফিয়া পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত সে জানেনা তার বাবা বেঁচে নেই। এদিকে হাসপাতাল থেকে মাহবুবুর রহমানের লাশ বাড়িতে নেওয়া হয়েছে। লাশ নেওয়ার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম।
কালিশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, মাহবুবুর রহমানের ৩ মেয়ের মধ্যে তাসফিয়া মেঝ। পরীক্ষার পর তাসফিয়া জানবে তার বাবা আর নেই। এটা হৃদয় বিদারক ঘটনা।