বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ধার্যকৃত মূল্যের অধিক ভাড়া আদায় করায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই পরিবহনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার তমালতলা বাজারে ধার্যকৃত মূল্যের অধিক ভাড়া আদায় করায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারায় জি এম ট্রাভেলস-এর বাস কাউন্টারে ৫০০০ (পাঁচ হাজার) টাকা ও আর এন পরিবহনের কাউন্টারে ১০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা, বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম, বিআরটিএ কর্মকর্তা, নাটোর।