কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রহস্যজনক ভাবে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। ঘরের বেসিন ও মেঝেতে এবং বাড়ির পিছনে রক্তের জমাট পড়ে রয়েছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে কলাপাড়ার ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ গৃহবধূ বাকেরগঞ্জের আলমগীর হাওলাদারের মেয়ে মোসাঃ আখি আক্তার নুপুর বেগম (৩২)।
পরিবারের সুত্রে জানা যায়, স্বামী মোঃ আলমগীর হোসেন শিকদার রাতে স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঘুমায়। সকালে স্বামী ঘুম থেকে উঠে স্ত্রীকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকেন। পরে ঘরের বেসিন ও মেঝেতে রক্তের দাগ দেখতে পায়। আখির রহস্যজনক নিখোঁজের ঘটনায় শোকাহত হয়ে পড়েছে সন্তান ও পরিবারের লোকজন।
বরিশালের বাকেরগঞ্জের আলমগীর হাওলাদারের মেঝ কন্যার সাথে ১৯ বছর আগে পারিবারিক ভাবে চাকামইয়ায় বসবাসকারী আলমগীর হোসেন শিকদারের সঙ্গে বিয়ে হয়। সে ঢাকা কেরানীগঞ্জের একটি কসমেটিকস কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছে। এই দম্পতির দুই পুত্র মোঃ নোমান (১৪), মোঃ মাশফি (০৩) এবং শালদা আক্তার (৫) নামের এক কন্য রয়েছে।
এ ঘটনায় কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, নিখোঁজ গৃহবধূর স্বামী আলমগীর হোসেন শিকদার ও জহিরুল শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘটনে তদন্তে মাঠে নেমেছে।