ঢাকা
১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৮
logo
প্রকাশিত : মার্চ ২৬, ২০২৫

মির্জাগঞ্জে গাছ চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে মধু মোল্লা (৫০) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ময়দা গ্রামের এ ঘটনা ঘটেছে।

‎আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম মোস্তাফিজুর রহমান জানান, মধু মোল্লা দীর্ঘদিন ধরে তার গাছ কাটা শ্রমিকের কাজ করেন। উপজেলার ময়দা গ্রামের ক্রয়কৃত গাছ ৪-৫ জন শ্রমিক মিলে একটি গাড়িতে উঠানোর চেষ্টা করেন। এ সময়ে গাছটি মধু মোল্লার কপালে এসে পড়ে এবং সে ঘটনা স্থানে মারা যায়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শামসুল আলম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মধু মোল্লা নামে গাছের চাপা পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।

‎মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার বলেন, ‘ট্রলিতে গাছ উঠানোর সময় অসাবধানতা বসত গাছের নিচে চাপা পড়ে মধু মোল্লা নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram