ঢাকা
১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:২৭
logo
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৫

টাঙ্গাইলে গরীবের বিনামূল্যে ১০ কেজির চালে প্রভাবশালীদের ভাগ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির কিছু নেতাকর্মী ও প্রভাবশালীরা দলের নাম ব্যবহার করে গরীবের ভিজিএফের ১০ কেজির চালে ভাগ বসাচ্ছেন। তারা শতশত স্লীপ হাতিয়ে নিচ্ছেন। এতে বঞ্চিত হচ্ছেন অসংখ্য অসহায়, দুঃস্থ ও হতদরিদ্ররা। কতিপয় নেতাকর্মীরা তাদের স্বজনদের চাল উত্তোলন করে প্রকাশ্যে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে।

উপজেলার বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, সরকারিভাবে ভিজিএফের আওতায় উপজেলায় ৬টি ইউনিয়নে ১০ হাজার ২৯৫ জন অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য ঈদ উপহার হিসেবে প্রায় ৩২ টন চাল বরাদ্দ এসেছে। তারমধ্যে অলোয়া, গাবসারা ও গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ করা হয়েছে।

সরেজমিনে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চত্বর ঘুরে অসংখ্য দুঃস্থ ও হতদরিদ্রদের সাথে কথা বলে জানা যায়, তারা পরিষদের বারান্দায় ভোটার আইডি কার্ড নিয়ে ঈদ উপহারের ১০ কেজির একটি স্লীপের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে, কিন্তু পরিষদ থেকে তাদের কোনো স্লীপ দেয়া হচ্ছে না।

শুধু গোবিন্দাসীতে এমন অনিয়ম নয়- উপজেলার ফলদা, অর্জুনা ও নিকরাইলেও একই চিত্র। চেয়ারম্যানদের চাপ সৃষ্টি করে বিএনপির নাম ভাঙিয়ে শতশত ভিজিএফের স্লীপ হাতিয়ে নিচ্ছেন কতিপয় নেতাকর্মীরা।

বঞ্চিতরা অভিযোগ করে বলেন, মেম্বারদের কাছে গেলে তারা জানায় মাত্র কয়েকটি ভিজিএফের স্লীপ পেয়েছিলাম। কাকে রেখে কাকে দেব বুঝে উঠতে পারছি না। তারা আরও বলেন, আমরা হতদরিদ্র ও গরীবরা চাল পাচ্ছি না। বিএনপির নাম করে তাদের দলীয় নেতাকর্মী ও প্রভাবশালীরা সরকারের ঈদ উপহারের চালে ভাগ বসিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের একাধিক ইউপি সদস্যরা জানান, ঈদ উপহারের ভিজিএফের মাত্র ৩০-৩৫টি করে স্লীপ দিয়েছে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। বাকিগুলো সে কি করেছে তিনিই জানেন।

গোবিন্দাসী দায়িত্বপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, মেম্বারদের দেওয়া হয়েছে ৩০টি করে, আমি দুঃস্থদের দেওয়ার জন্য ১৫০টি নিয়েছি, প্রতিটি ওয়ার্ড বিএনপি নিয়েছে ৫০টি করে। এর বাইরে অন্যান্য বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাকিগুলো বণ্টন করে নিয়েছেন।

ফলদা ইউপি প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ ওরফে স্বপন বলেন, তিনি নিজে বিতরণের জন্য নিয়েছেন ২’শ, উপজেলা পরিষদ থেকে বিতরণের জন্য দেওয়া হয়েছে ২’শ, দলীয় নেতাকর্মী নিয়েছে ৬’শ এবং বাকিগুলো মেম্বাদের দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, চেয়ারম্যান মেম্বারদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রকৃত দুঃস্থ ও হতদরিদ্ররা সরকারের ঈদ উপহার পায় এবং এর কোনো ব্যত্যয় যেন না ঘটে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram