স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোটরসাইকেল চালক রনি শেখ (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে মাঝিগাতি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। এ সময় অপর অরোহী চাচাতো ভাই একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র জিমি শেখ আহত হয়।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ডালনিয়া সড়কের বাঘাজুড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রনি শেখ ডালনিয়া গ্রামের ওলি শেখের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় রনি চাচাতো ভাই জিমি শেখকে নিয়ে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি বাঘাজুড়ি গ্রাম এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে দুইজনই মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক রনি শেখকে মৃত ঘোষণা করেন। অপর আহত জিমি শেখকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।