ঢাকা
১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:২৮
logo
প্রকাশিত : মার্চ ২৩, ২০২৫

রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষার ভেন্যু বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে এইচএসসি পরীক্ষার ভেন্যু বহালের দাবিতে বিক্ষোভ ও ঘন্টাব্যাপী বন্ধন করেছে বালিয়াকান্দি সরকারি কলেজের পরীক্ষার্থীরা।

রোববার (২৩ মার্চ) সকালে বালিয়াকান্দি সরকারি কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বালিয়াকান্দি বাজারের চৌরাস্তায় পথসভার মাধ্যমে তা শেষ হয়।

বালিয়াকান্দি সরকারি কলেজর অধ্যক্ষ শাহনেওয়াজ পারভেজ সাংবাদিকদের জানান, অনেক আগে থেকেই বালিয়াকান্দি শহরের এইচএসসি'র ২টি সেন্টার ছিল। ওই ২টি শিক্ষাপ্রতিষ্ঠানও সরকারি। সেখানে শিক্ষার্থীরা সুচারুভাবে পরীক্ষা দিয়ে আসছিল। কিন্তু এ বছর কোন নোটিশ ছাড়াই ওই কেন্দ্র শহর থেকে ১৫/১৬ কিলোমিটার দুরে একটি কলেজে স্থানান্তর করা হয়েছে। এতে শিক্ষার্থীরা ফুসে উঠছে। শিক্ষকরাও তাদের দাবি সমর্থন করেছে।

এ সময় শিক্ষার্থীদের দাবির সাথে একাত্বতা ঘোষণা করেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

পথসভার বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, তাদের এইচএসসি পরীক্ষার ভেন্যু ছিল বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। কিন্তু এবার তাদের কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভেন্যু নির্ধারণ হয়েছে মীর মশাররফ হোসেন কলেজে। যা তাদের কলেজ থেকে ১২ কিলোমিটার দূরে। ওই কলেজে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। সরকারের নির্দেশনা রয়েছে ভেন্যু হতে হবে মূল কেন্দ্রের সবচেয়ে কম দূরত্বের কোন প্রতিষ্ঠানে। কিন্তু ষড়যন্ত্র করে এবার তাদের ভেন্যু পরবির্তন করে অজপাড়াগায়ের ওই কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা আরো বলেন, ওত দূরে কেন্দ্র হওয়ায় তারা আতংকিত।মানসিক ভাবে তারা বিপর্যস্ত। বিশেষ করে নারী শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা ৯ এপ্রিল পর্যন্ত প্রশাসনকে সময় বেধে দেন। এরমধ্যে ভেন্যু বহাল না হলে তারা পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে যাবেন।

বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ মো: শাহ নেওয়াজ পারভেজ জানান, ২৬ জুন বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা। তারই ধারাবাহিকতায় সরকার ১৭ মার্চ পরীক্ষার কেন্দ্র ও ভেন্যুর তালিকা প্রকাশ করেছে। তাতে তার কলেজের যে ভেন্যু ছিল সেটা পরিবর্তন হয়ে দূরের একটি কলেজের নাম প্রকাশ হয়েছে। ভেন্যু বহালের দাবিতে তিনি ইউএনওর কাছে লিখিত একটি আবেদন করেছেন বলেও জানান।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, ভেন্যু বহালের দাবিতে কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করেছে। এর আগে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলও তার সাথে দেখা করেছে। শিক্ষার্থী এবং অভিভাবদের দাবির বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্টদর সাথে আলোচনা করছেন। ভেন্যু বহালের দাবিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবেন।

বিক্ষোভ শেষে পথসভায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে মো: রাহাত শেখ, জিহাদ ভূঁইয়া, রনি বিশ্বাস, ইথুন ও অনিকা তাহসিন সুপ্তি। একাত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজবাড়ী জেলা কমিটির সিনিয়র সহসভাপতি খোন্দকার মনির আজম মুন্নু, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram