গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: ‘দেশে ধর্ষণ করোনা ভাইরাসের মতো মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। ধর্ষিতরা সমাজে বেশি লাঞ্চিত হলেও প্রচলিত আইনের ফাঁক গলিয়ে ধর্ষকরা পার পেয়ে যায়। বিচারহীনতায় ধর্ষকরা উৎসাহিত হয়, বেড়ে যায় তাদের দৌরাত্ম্য। কিন্তু ভুক্তভোগী পরিবারকে সারাজীবন এ ক্ষত বয়ে বেড়াতে হয়। ইসলাম প্রধান দেশে ইসলামী আইনে ধর্ষকদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। নারীদের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।’
বুধবার (১২ মার্চ) সকাল ১১ টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে শিশু ধর্ষণের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন, বিক্ষোভ ও পথসভায় স্কুল কলেজের শিক্ষার্থীরা ওই কথাগুলো বলেন।
গুরুদাসপুর যুব ব্লাড ডোনার এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক রাফিউল আলম, সভাপতি পলাশ ইসলাম, সাধারণ সম্পাদক সৈকত হোসেন শুভ, সাংগঠনিক সম্পাদক সামিউল আহম্মেদ স্বরণ, সদস্য হালিমাতুস সাদিয়া প্রমুখ। এসময় ধর্ষণ বিরোধী নানা প্লেকার্ড হাতে মেঘলা, আলহাজ উদ্দিন, সোহাগ, আব্দুল আউয়াল জিম, হৃদয়, মারুফাসহ অন্তত শতাধিক সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।