অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেভিট হান্টের অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা সকলেই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদে রয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার সূর্যমণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম (৩৫), কালিশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজলু শিকদার (৫০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কালিশুরী ইউনিয়নের সাবেক সভাপতি সোহাগ মৃধা (৩০), বাউফল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ হাওলাদার (৩৮) এবং নাজিরপুর ইউনিয়নের নিজ তাঁতেরকাঠী গ্রামের মোতালেব মৃধার ছেলে আওয়ামী লীগের কর্মী মো. ছালাম মৃধা (৫২)।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিচালিত 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ধরনের অভিযানই অব্যাহত থাকবে।