ঢাকা
১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৪:৩৭
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১, ২০২৫

প্রেসক্লাবের সামনে আ’লীগের লিফলেট বিতরণ

ড. মুহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তবর্তী সরকারকে অবৈধ ও অসংবিধানিক আখ্যা দিয়ে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারি হতে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণের কর্মসূচি বাস্তবায়নে প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ও আশেপাশের এলাকায় পথচারী ও যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তারা।

জানা গেছে, শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে একদল লোক জড়ো হয়ে এই লিফলেট বিতরণ করেন। এসময় তারা সেখানে দিয়ে চলাচলকারী পথচারী, রিকশা ও বাসের ভেতরে লিফলেট ছুঁড়ে দেন। প্রায় মিনিট ২০ পরে তারা সে স্থান ত্যাগ করেন।

লিফলেটে যেসব বিষয় প্রাধান্য পেয়েছে তা হলো:

অপশাসন-নির্যাতন-নিপীড়নের প্রতিবাদ ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ড. ইউনূসের পদত্যাগ দাবি। বেআইনি ও অবৈধ আইসিটি ট্রাইব্যুনালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও আদিবাসী জাতি গোষ্ঠীর ওপর হামলা ও হত্যাযজ্ঞ এবং বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ।

মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে শিশু, ছাত্র-জনতা, পুলিশ বাহিনীর তিন হাজারের বেশি সদস্য এবং আনসার বাহিনীর সদস্যদের হত্যাসহ সকল হত্যার বিচার দাবি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশব্যাপী খুন-ধর্ষণ-চাঁদাবাজি-ডাকাতি-রাহাজানির প্রতিবাদ এবং জনগণের জানমালের নিরাপত্তার দাবি।

সারাদেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের ব্যক্তিদের গুম, খুন ও হত্যার প্রতিবাদ। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ।

ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি ও কর ফাঁকির মামলা প্রত্যাহার, গ্রামীণ ব্যাংককে ৫ বছরের কর অব্যাহতি প্রদান এবং ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করে জনগণের ওপর বোঝা চাপানোর প্রতিবাদ। শেয়ারবাজারে অর্থ কেলেঙ্কারি, ব্যাংকগুলো ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংসের প্রতিবাদ।

সুফিসাধক, বাউল সঙ্গীত শিল্পী, শিল্পী,সাহিত্যিক, বুদ্ধিজীবী, আইনজীবী, গণমাধ্যম ব্যক্তিত্বের ওপর আক্রমণ ও শত শত বছর পুরনো মাজারে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ। গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প-কারখানা বন্ধের ফলে নারী শ্রমিকসহ লাখ লাখ শ্রমিক কর্মহীন হয়ে পড়ার প্রতিবাদ।

গণমামলা, নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদে ও রাজবন্দীদের মুক্তির দাবি। সর্বোপরি ড. মুহম্মদ ইউনুসকে অবৈধ ও অসাংবিধানিক দখলদার খুনি-ফ্যাসিস্ট আখ্যায়িত করে পদত্যাগের দাবি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram