গংগাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গংগাচড়ার গজঘন্টা ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী কে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মতলেব বাজার হতে সকাল ১০.৩০ মিনিট এ লিয়াকত আলী কে ডিবি পুলিশ গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ১৮ ই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল গংগাচড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাবু বাদী হয়ে গংগাচড়া উপজেলা বিএনপি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে ৪০ জনকে আসামি ও ২৫০-২৬০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। গজঘণ্টা ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত আলী এই মামলার ৭ নম্বর এজাহারভুক্ত আসামি।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গংগাচড়া মডেল থানার ওসি আল-এমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মতলেব বাজার থেকে তাকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।