হাফিজুর রহমান, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন সেলিমুর রহমান। রোববার (১৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আলীর কাছ থেকে সরকারি বিধি অনুযায়ী দায়িত্ব পেয়েছেন কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক সেলিমুর রহমান।
সহকারী প্রভাষক জুলফিকার আলী ভুট্টুর সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রভাষক হামিদুর রহমান, আব্দুল মজিদ সরকার, আবুল কালাম আজাদসহ সকল শিক্ষক ও কর্মচারী। এ সময় কলেজের উন্নয়ন ও শিক্ষার মান বাড়াতে সবার সহযোগিতা কামনা করেন নবাগত অধ্যক্ষ সেলিমুর রহমান।