আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: "জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়" এই প্রতিপাদ্য কে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০ জানুয়ারি) উপজেলা অডিটরিয়ামে দুই দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সানজিদা মুক্তারি, প্রকৌশলী কর্মকর্তা বাকি বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, কৃষি অফিসার সজীব আল মারুফ, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, নির্বাচন কর্মকর্তা রোকসানা পারভীন, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা নূর মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করেন এবং মেলার বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন বিষয়ে তুলে ধরে।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিস বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বিভিন্ন স্টল পরিদর্শন করে।
দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় ১৮টি স্টল বসানো হয়েছে। স্টল গুলো হলো-আটঘরা সরকারি মহাবিদ্যালয় দেবোত্তর ডিগ্রী কলেজ, ডেঙ্গার গ্রাম ডিগ্রী কলেজ, চাঁদভা ইসলামিয়া আলিম মাদ্রাসা, ত্বাহা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, পারখিদিরপুর ডিগ্রী কলেজ, খিদিরপুর ডিগ্রী কলেজ, কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়, সড়াবারিয়া উচ্চ বিদ্যালয় পারখিদিরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একদন্ত উচ্চ বিদ্যালয়, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়, লক্ষীপুর উচ্চ বিদ্যালয়, বি এল কে উচ্চ বিদ্যালয়, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে।