ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:১৮
logo
প্রকাশিত : জানুয়ারি ১৯, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, পরিস্থিতির জন্য ভারতের আগ্রাসনকেই দুষছেন স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ-চৌকা সীমান্তে ফসল ও গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। শনিবার সন্ধ্যার আগেই দুই দেশের নাগরিকরাই ঘরে ফিরেছেন। চলমান উত্তেজনার মধ্যে গতকাল বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের পর থেকে পরিস্থিতি শান্ত হতে থাকে।

আজ রোববার দিনভর সীমান্তবাসীর মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা ও আতঙ্ক থাকলেও কোন উস্কানিমূলক বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে সীমান্তের দুই পারেই বিজিবি ও বিএসফএফ সর্তক অবস্থানে রয়েছে।

এদিকে, সীমান্তে বার বার এ ধরনের উত্তেজনাকর পরিস্থিতির জন্য সীমান্তবাসী ভারতীয় আগ্রাসনকেই দুষছেন। বিশ্বনাথপুর বাখের আলী গ্রামের মোঃ মোরসালীন বলেন, চৌকা সীমান্তের ১২০০ গজ ফাঁকা জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার লক্ষ্যে বিএসএফ এই অহেতুক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে চলেছেন। তবে, আওয়ামীলীগ সরকারের পতনের পর বিজিবি এবং স্থানীয় জনগণ ভারতের এই আগ্রাসনকে যৌথভাবে রুখে দেয়। বিজিবি এবং স্থানীয় জনগণের দেশপ্রেম এবং বাংলাদেশের ভূখন্ডের এক ইঞ্চি জমিও যাতে হাতছাড়া না হয়, সেই ঐক্যবদ্ধ আরো অনুপ্রাণিত করেছে এবং বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের সাম্প্রতিক আগ্রাসন রুখে দিয়েছে।

সীমান্তবর্তী বাখের গ্রামের মোঃ মঈন আলী বলেন, মূলত চৌকা সীমান্তের পিলার ১৭৭/২ এর নিকট ৬/৭ মাস আগে বিএসএফ ভারতের পাতানী নদীর ওপারে কাঁচারাস্তা নির্মাণ করে। তখন থেকে বিএসএফ কর্তৃপক্ষ চৌকা সীমান্তের ১২০০ গজ ফাঁকা জায়গায় অর্থাৎ নো-ম্যান্সল্যান্ডের ১০০ গজ এগিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করার চেষ্টা শুরু করে এবং জানুয়ারির প্রথমার্ধে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি এবং জনগণের প্রতিরোধে তা বন্ধ করতে বাধ্য হয়। কাঁটাতার কাঁটার বেড়া নির্মাণে মরিয়া হয়ে উঠাই অহেতুক নানা অজুহাতে সীমান্তে পরিকল্পিতভাবে এ ধরনের উত্তেজনা সৃষ্টি করে চলেছে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা।

আজ রোববার সকালে বাংলাদেশের অভ্যন্তরের সীমান্তবর্তী এলাকায় কৃষকরা অন্যদিনের মত স্বাভাবিকভাবে কাজ করতে দেখা গিয়েছে। তবে গতকালকের ভারতীয়দের হামলায় পাঁচ জন বাংলাদেশি আহত হয়েছে, ৪০টি আমগাছ ও অর্ধশত বরই গাছ কেটে ফেলেছে ভারতীয়রা। এতে সাধারণ জনগণের মাঝে কিছু আতঙ্ক বিরাজ করছে।

বিনাদপুর ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বলেন, আমাদের দৈনন্দিন সীমান্তের টহল কার্যক্রম সীমান্ত এলাকায় চলমান রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সীমান্তের পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি শূন্যরেখায় না যেতে এবং পদদলিত করে ফসল নষ্ট না করতে জনসাধারণকে সচেতনতার লক্ষ্যে স্থানীয়দের সাথে মতবিনিময় করছেন।

এর আগে, গত ৭ই জানুয়ারি সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ’র পক্ষ থেকে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram