কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি এবং আলোচনা সভা, পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ, দোয়া মাহফিল ও কেক কাটাসহ অন্যান্য।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোঃ আবুর হোসেন রাজা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান সর্দার, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ হুসেন আলীসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।