আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: সিসিডিবি এমএফপি আটঘরিয়া এলাকার অফিস কর্তৃক আয়োজিত ৩৫০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সিসিডিবি, এমএফপি দেবোত্তর শাখা অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারি।
এলাকার সমন্বয়কারী সিসিডিবি এমএফপি আটঘরিয়ার মো: হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, সিসিডিবি সিপিআরপি ঈশ্বরদীর এরিয়া ম্যানেজার কাওসার আল মামুন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিসিডিবি, এমএফপি দেবোত্তর শাখার শাখা ব্যবস্থাপক মো: সেলিম হোসেন। সহযোগিতায় ছিলেন শাখা হিসাবরক্ষক শফিউল আজম। উপস্থিত ছিলেন মাঠ সংগঠক রোজিনা খাতুন, তরিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, ফিরোজ আলীসহ অত্র অফিসের কর্মচারীবৃন্দ ও সহায়তায় ব্যক্তিরা।
এসময় এলাকার সমন্বয়কারী হেলাল উদ্দিন বলেন, সিসিডিবি, এমএফপি কর্তৃক দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সিসিডিবি মাইক্রো ফাইন্যান্স দেবোত্তর শাখা কর্তৃক শীতার্ত মানুষের মাঝে ১০০ জন, পাবনা শাখায় ১২৫ জন এবং মুলাডুলি শাখায় ১২৫ জন সহ মোট ৩৫০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, তাদের বিশ্বাস ছোট ছোট মানবিক উদ্যোগই বড় পরিবর্তনের পথ তৈরি করে। এরই ধারাবাহিকতায় তারা বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। এ উদ্যোগের মাধ্যমে সমাজে কিছুটা হলেও উষ্ণতা ও সহানুভূতির ছোঁয়া দিতে পেরে তারা গর্বিত।