গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: গুরুদাসপুরে প্রতিবেশীর পুকুরে গোসল করতে গিয়ে জামেলা (৬৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের খাকরাদহ পূর্বপাড়া গ্রামে সোমবার (৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃদ্ধ জামেলা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। কিন্তু মাঝেমধ্যে নিজের কাপড় ভরে পেশাব পায়খানা করে ফেলতেন তিনি। মূলত পেশাব পায়খানা পরিষ্কার করার জন্যই প্রতিবেশীর পুকুরে নামেন জামেলা। পরে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ওসি মো. গোলাম সারওয়ার বলেন, বৃদ্ধা জামেলার স্বাভাবিক মৃত্যু হওয়ায় কোনো মামলা হয়নি।