কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: দক্ষিণের জনপদ ঝালকাঠির কাঠালিয়ায় জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। গরম কাপড়ের অভাবে শীতে কাবু হয়ে পড়ছেন মানুষজন।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর গরিয়ে গেলেও এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। হিমেল হাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে। তাই নিম্ন আয়ের মানুষরা চরম ভোগান্তিতে পড়েছে। গ্রামাঞ্চলের জনজীবনও হারিয়েছে তার স্বাভাবিক গতি। তবে খেটেখাওয়া মানুষেরা কনকনে ঠাণ্ডা উপেক্ষা করে ছুটছেন কর্ম ও রুটি-রুজির তাগিদে।
রিক্সা চালক রহমাত উল্লাহ বলেন, শীত আর বর্ষা বলতে কোনো কথা নেই। স্ত্রী-সন্তান নিয়ে পাঁচজনের সংসারে একমাত্র উপার্জনকারী ব্যক্তি হিসেবে প্রতিদিন রিক্সা নিয়ে বের হই। কিন্তু সকাল থেকে ৫০-৬০ টাকা রোজগার করতে পেরেছি। বিগত বছরগুলোর তুলনায় এবার শীত বেশি, সঙ্গে কনকনে বাতাস।
দিনমজুর হাসান বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, মানুষের বাজার টেনে জীবিকা নির্বাহ করি। আজ সকাল থেকে বাজারে তেমন কোন লোকই আসে নাই। অতি শীতে খুবই কষ্টে জীবন চলছে।