ঢাকা
১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৬
logo
প্রকাশিত : ডিসেম্বর ৬, ২০২৫

টাঙ্গাইলের যমুনা চরের শিশুদের খাদ্যসহায়তা ও চিকিৎসা প্রদান

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনে বাস্তবায়নে, চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চর শুশুয়ায় আছাতুন্ননেছা দাখিল মাদরাসা ৬৯জন শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ বিতরণ করা হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাউল ২৫ কেজি, মসুরের ডাল ২ কেজি, সয়াবিন তেল ২কেজি, আটা ২ কেজি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি, লাইফবয় সাবান ৪ পিস, টুথব্রাশ ১ পিস, টুথপেস্ট ২ পিস, চিনি ২ কেজি, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, লবণ ২ কেজি, নুডুলস ১ প্যাকেট ।

এসময় উপস্থিত ছিলেন, এইচসিআই এর কমপ্লায়েন্স অফিসার মো. নাইমুল হাসান, অর্জুনা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ, শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. মমিনুর রহমান, সুশীলনের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর রুমা খাতুন প্রমুখ। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন প্রকল্পের ফোকাল পারসন মোস্তফা বকুলুজ্জামান ও মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির।

উল্লেখ্য দাতা সংস্থা এইচসিআই, সুশীলনের মাধ্যমে বছরব্যাপী শুশুয়া চরে ৬৯ জন ও কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৪ এর ২৩৯জন শিক্ষার্থীদের মাঝে উৎসবের পোশাক, খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram