ঢাকা
৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:৩৬
logo
প্রকাশিত : অক্টোবর ৩, ২০২৫

কমলগঞ্জে মণিপুরী সিভিল সার্ভিস কর্মকর্তাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা

পিন্টু দেবনাথ,  মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ও অবসরপ্রাপ্ত মণিপুরী সিভিল সার্ভিস কর্মকর্তাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের  মণিপুরী কালচারাল কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে মণিপুরী সমাজ উন্নয়ন সংস্থা। 

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশীকুমার সিংহ,  বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের মহাপরিচালক পরিমল সিংহ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রমাকান্ত সিংহ, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার শান্ত কুমার সিংহ, মৌলভীবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের  সহকারী অধ্যাপক রিপন কুমার সিংহ, সিলেট এমসি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ ও মেডিকেল অফিসার এন মেমচৌবি চনুকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিদের ফুল, বেস  ও উত্তরীয় প্রদান করা হয়। 

পরে মণিপুরী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি প্রদীপ কুমার সিংহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোংমাইথেম অশোকের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা অরুন কুমার সিংহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরী সমাজ উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সমরজিত্ সিংহ, সংস্থার উপদেষ্টা হরি কুমার শর্মা, সংস্থার সাংগঠনিক সম্পাদক আয়াংতাবম সমরেন্দ্র, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, প্রাক্তন প্রধান শিক্ষক বীরেন্দ্র কুমার সিংহ, আদমপুর ইউনিয়নের সাবেক সদস্য মণীন্দ্র কুমার সিংহ, সমাজকর্মী প্রহ্লাদ সিংহ, মাধ্যমিক শিক্ষক রনজিত কুমার সিংহ,  সমাজকর্মী আয়াংতাবম হেমন্ত, কবি ও সাহিত্যক সানাতন হামোম, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লৈফাকপম বজ্রগপাল সিংহ  প্রমুখ।

সভায় বক্তারা, মণিপুরী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram