ঢাকা
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:২২
logo
প্রকাশিত : অক্টোবর ৮, ২০২৫

ভারতের জন্য ভিসা নিয়ম শিথিল করবে না যুক্তরাজ্য: স্টারমার

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কীর স্টারমার বলেছেন, যুক্তরাজ্য ভারতের জন্য ভিসা নীতি শিথিল করবে না। স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির সুবিধাগুলো তুলে ধরার জন্য ভারত সফরে যাচ্ছেন স্টারমার, তখনই তিনি এমন মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী ১০০ জনেরও বেশি উদ্যোক্তা, সাংস্কৃতিক নেতা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নত করার চেষ্টা করছেন।

স্যার কেয়ার স্টারমার বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্ক উন্নত করার জন্য বিশাল সুযোগ রয়েছে। তবে, তিনি জানান, ভারতীয় কর্মী বা শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা রুট খোলার তার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, ‘বিষয়টি ভিসা নিয়ে নয়। এটি ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক, বিনিয়োগ, চাকরি এবং সমৃদ্ধি যুক্তরাজ্যে আনার ব্যাপার।

বছরের পর বছর আলোচনার পর, গত জুলাই মাসে ভারতের সঙ্গে যুক্তরাজ্যের একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ব্রিটিশ গাড়ি এবং হুইস্কি ভারতে রপ্তানি করা সস্তা হবে এবং ভারতীয় টেক্সটাইল ও গহনা যুক্তরাজ্যে রপ্তানি করা সস্তা হবে। এই চুক্তির অংশ হিসেবে, যুক্তরাজ্যে স্বল্পমেয়াদী ভিসায় কর্মরত ভারতীয় কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা ফি থেকে তিন বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

তবে মন্ত্রীরা জোর দিয়ে বলেছেন, অভিবাসন নীতিতে কোনো বড় পরিবর্তন আনা হয়নি।

লেবার সরকার যুক্তরাজ্যে অভিবাসন কমানোর চেষ্টা করছে এবং গত সপ্তাহে তাদের সম্মেলনে বসতি স্থাপন সম্পর্কিত একটি কঠোর নীতি ঘোষণা করেছে। মুম্বাই যাওয়ার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, স্যার কেয়ার স্টারমার বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ভিসার কোনো ভূমিকা ছিল না এবং এ বিষয়ে কোনো পরিবর্তন ঘটেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইচ-১বি পরিবর্তনের পর যুক্তরাজ্য প্রযুক্তি উদ্যোক্তাদের আকৃষ্ট করার চেষ্টা করবে কি না জানতে চাইলে স্টারমার বলেন, ‘আমরা বিশ্বের শীর্ষ প্রতিভাগুলোকে আকৃষ্ট করতে চাই, যাতে তারা যুক্তরাজ্যের অর্থনীতি বাড়াতে সাহায্য করতে পারে। তবে ভারতে নতুন ভিসা রুট চালু করার কোনো পরিকল্পনা নেই।’

প্রধানমন্ত্রীর সফরে যুক্তরাজ্যের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে।

যেমন ব্রিটিশ এয়ারওয়েজ, যারা আগামী বছর দিল্লি এবং হিথ্রোর মধ্যে তৃতীয় দৈনিক ফ্লাইট চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে। এ ছাড়া, ম্যানচেস্টার বিমানবন্দরও দিল্লি থেকে সরাসরি রুট চালু করবে। দুই দিনের এই সফরের সময়ে প্রধানমন্ত্রী স্টারমার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে মোদি স্টারমার সফরের আগে সোশ্যাল মিডিয়াতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে তার উষ্ণ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। তবে স্টারমার সাংবাদিকদের জানান, ‘আমি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাইনি আর ভবিষ্যতেও পাঠাব না।’ তিনি আরো বলেন, ‘এটি হয়তো অবাক হওয়ার কিছু নয়।’

ভারতের রাশিয়ার তেল কেনার বিষয়ে স্যার স্টারমারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যুক্তরাজ্যের মনোযোগ এখন রাশিয়ার ছায়া নৌবহর। অর্থাৎ, রাশিয়া থেকে তেল পরিবহনকারী অনিয়ন্ত্রিত ট্যাঙ্কারগুলোর দিকে।’

সূত্র : বিবিসি

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram