ঢাকা
১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৯
logo
প্রকাশিত : মে ১৪, ২০২৫

‘পাকিস্তান আকাশের রাজা’ ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’ গত ১০ এপ্রিল ‘PAKISTAN AIR FORCE: THE UNDISPUTED KING OF SKIES’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে দাবিতে একটি ই-পেপারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে। যা ভারত-পাকিস্তানের উত্তেজনাকে ঘিরে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দ্য ডেইলি টেলিগ্রাফ পাকিস্তানকে নিয়ে ‘PAKISTAN AIR FORCE: THE UNDISPUTED KING OF SKIES’ শিরোনামে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে পত্রিকাটির নামে তৈরি একটি ভুয়া ই-পেপারের ছবিকে টেলিগ্রাফের আসল প্রতিবেদন দাবিতে প্রচার করা হচ্ছে।

এই বিষয়ে অনুসন্ধানে, দ্য ডেইলি টেলিগ্রাফের ওয়েবসাইটে গত ১০ মে প্রকাশিত পত্রিকাটির ই-পেপার খুঁজে পাওয়া যায়। তবে ওই তারিখের সংখ্যায় ‘PAKISTAN AIR FORCE: THE UNDISPUTED KING OF SKIES’ শিরোনামে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশিত মূল ই-পেপারের সঙ্গে আলোচিত ছবির বেশ কিছু অমিল রয়েছে। আসল সংস্করণে পৃষ্ঠার একদম ওপরে থাকে তারিখ, তার নিচে বিজ্ঞাপনের জন্য নির্দিষ্ট একটি অংশ এবং এরপর পত্রিকার নাম দেখা যায়। কিন্তু ছড়িয়ে পড়া ছবিতে এই বিন্যাস ঠিক নেই। সেখানে সবার ওপরে পত্রিকার নাম, তারপর তারিখ দেওয়া হয়েছে। এ ছাড়া ছবিটিতে পত্রিকার ওয়েব ঠিকানাও ভুলভাবে লেখা হয়েছে ‘telegraph.cuk’, যেখানে সঠিক ঠিকানা হলো ‘telegraph.co.uk’।

ছবিটি বিশ্লেষণ করে আরও কয়েকটি অসংগতি চোখে পড়ে। এতে কিছু বানান ভুল রয়েছে, যেমন ‘preformance’ বা ‘Pakistaan’। আবার কিছু ক্ষেত্রে শব্দ একটির সঙ্গে আরেকটি অস্বাভাবিকভাবে জুড়ে গেছে। এ ধরনের ত্রুটি সাধারণত এআই দিয়ে তৈরি কনটেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত হতে আলোচিত ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিকপি এআইয়ে পরীক্ষা করে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ।

সুতরাং, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ই-পেপারের মাধ্যমে ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ পাকিস্তানকে ‘কিং অফ দ্য স্কাই’ উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বলে দাবি করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram