ভিউ দিয়ে কখনোই গানের মূল্যায়ন করা উচিত না, শ্রোতাদের উচিত ভালো কথার গানের মূল্যায়ন করা। কথাগুলো সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এল কে লাবনীর। যিনি বর্তমানে ব্যস্ত সময় পার করছেন মৌলিক গান সহ স্টেজ শোতে।
এল কে লাবনীর পুরো নাম লাবনী আক্তার, তার জন্ম ও বেড়ে উঠা টাঙাইল জেলার নাগরপুরে। বাবার উৎসাহ ও অনুপ্রেরণায় মাত্র দশ বছর বয়সে গানের সাথে যুক্ত হন লাবনী। ২০১৭ সালে 'দুঃখ দিলে' শিরোনামের মৌলিক গানের মাধ্যমে সঙ্গীতে পদার্পণ করেন তিনি। গানটি লিখেছেন এসএম আলাউদ্দিন ও সুর করেছেন জুয়েল আজমির।
পরবর্তীতে হামিদ খানের কথা ও সুরে বেশ কয়েকটি গান করেন লাবনী। গানগুলোতে লাবনীর সহশিল্পী হিসেবে ছিলেন জনপ্রিয় শিল্পী মোহাম্মদ মিলন, গামছা পলাশ, নোলক বাবু, স্বপ্নীল রাজ, আবেগি জাকির সহ আরো অনেকে।
এছাড়া লাবনী গেয়েছেন হালের বেশ কয়েকজন গীতিকার ও সুরকারের গান। তাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার জীবন দেওয়ান, রনক রায়হান, আর জে রুবেল, মনির হোসেন মনির, রাসেল কবির, আহমেদ রাব্বানী, রুবেন আমিন সহ আরো অনেকে।
এ পর্যন্ত এল কে লাবনীর কন্ঠে প্রকাশ পেয়েছে প্রায় ১৫০টির অধিক মৌলিক গান। তার মধ্যে বেশ কয়েকটি গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। অপ্রকাশিত গানের তালিকায় রয়েছে ৩০ থেকে ৩৫টি মৌলিক গান।
লাবনীর কন্ঠের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, মনের সুতায় বান্দিলাম মন, একটু একটু ভালোবেসেছি, অবহেলিত মানুষ, টাংঙ্গাইলের পোলা, পাড়ার যতো দুষ্টু পোলাপাইন, লাশ কাটা ঘর, নাদুসনুদুস বিয়াইন, নাগর আমার নিঠুর বড়, বেঈমান, পোড়া কপাল, টাংঙ্গাইলের বিয়াইন সখিপুরের বিয়াই, তোমায় নিয়ে স্বপ্ন দেখি, পিরিতি কি বিষম জ্বালা, রাতের পরী সহ রয়েছে আরো অনেক গান।
গানের প্রসঙ্গে জানতে চাইলে এল কে লাবনী বলেন, দেশের চেনা ও অজানা জনপ্রিয় গীতিকার ও সুরকার এবং শিল্পী সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। আমি প্রথমেই একটি কথা বলবো, সম্মানের সাথে গান করতে চাই এবং সিনিয়রদের প্রতি সর্বদাই শ্রদ্ধা রেখে এগিয়ে যেতে চাই।
তিনি আরো বলেন, আমার দর্শকদের উদ্দেশ্য বলতে চাই, ভিউ দিয়ে গান যাচাই না করে ভালো কথার গান শুনে আপনারা ভালো গান যাচাই করবেন। বেশি বেশি বাংলা গান শুনবেন, ভালো কথার গান শুনবেন এবং বাংলা গানের পাশে থাকবেন। ধন্যবাদ সহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।