ঢাকা
৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৩
logo
প্রকাশিত : জানুয়ারি ৩০, ২০২৫

‘আমি কাউকে সরাই না, যে যার মতো আসে থাকে শেষে চলে যায়’

এরই নাম বুঝি প্রেম। এরই নাম ভালোবাসা। সাক্ষাৎ নেই দুই যুগেরও বেশি। অথচ এখনো রয়েছে মনে, এখনো ছবি রয়েছে মুঠোফোনে। তবু অপেক্ষার অন্ত নেই। একের পর এক প্রেম। তারপরও বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের অস্তিত্ব জুড়ে আছে শুধুই একটি নাম— সাবেক বিশ্বসুন্দরী ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।

সম্প্রতি এসব কথা সদ্য ফাঁস করে দিয়েছেন বন্ধু বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। ‘বিগ বস ১৮’-এর মঞ্চে পর্দার দুই সহ-অভিনেতা মুখোমুখি। তাদের পর্দাভাগেরও অনেক বছর পার হয়েছে। তবু সখ্য রয়ে গেছে, বন্ধুত্ব রয়েছে। সেই সুবাদেই বন্ধুর ফোন ঘাঁটছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তখনই তার চোখে পড়ে তিনি (ঐশ্বরিয়া) রয়ে গেছেন। শুধুই ছবিতে নয়, ফোনকল লিস্টেও! নিয়মিত নাকি ডাক আসে তার, এখনো।

সামাজিকমাধ্যমে উঁকি দিলেই এখনো তারা যত্রতত্র-সর্বত্র! প্রেম থাক না থাক—ভক্ত-অনুরাগীরা মন থেকে এখনো চান— মিলন হোক সালমান-ঐশ্বরিয়ার। সেই আকাঙ্ক্ষা থেকেই কখনো দুজনের ছবি জুড়ে যায়। কখনো দুজনের আলাদা ঝলক প্রযুক্তির কৌশলে একাকার!

প্রতিযোগিতার মঞ্চ থেকে সেই আকাশ-কুসুম কল্পনাকেই কি উসকে দিলেন আমির খান? এর জবাব মেলেনি। তবে আমিরের উসকানির জবাবে ভাইজান অকপট উত্তর দিলেন— আমি কাউকে সরাই না। যেতে দিই না। যে যার মতো করে আসে, থাকে এবং নিজেরাই আবার চলে যায়।

সালমান জানান, না সরালেও এতজনের মধ্যে একজনকে তিনিই নাকি ‘ব্লক’ করেছেন। 'বড্ড জ্বালায়', মৃদু অনুযোগ সালমানের। তারপরই সতর্ক— আমির যে ফোন ঘাঁটতে ঘাঁটতে সব প্রকাশ্যে এনে ফেলছেন।

পুরোটাই চিত্রনাট্যের কারসাজি। এই ফোন ঘাঁটা, প্রেমিকা নিয়ে দুই বন্ধুর খুনসুটি— সব। তবু ওই বিশেষ জনের নাম শুনলেই ৬০ ছুঁই ছুঁই সালমানের চোখে প্রেম ছলকে যায়, এখনো! ক্যামেরার চোখেও ধুলা দিতে পারেন না তিনি। প্রেমিকা অন্য কারও ঘরনি— তার পরও ‘ভাই’ কেবল রাইয়েরই ‘জান’ হয়ে থেকে গেলেন আজও।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram