ঢাকা
২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:১৬
logo
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৫

পদ্মশ্রী পাচ্ছেন অরিজিৎ সিংসহ পশ্চিমবঙ্গের ৯ কৃতী ব্যক্তিত্ব

ভারতের বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংসহ পশ্চিমবঙ্গের ৯ কৃতী ব্যক্তিত্ব।

দেশটির প্রজাতন্ত্র দিবসের (রোববার) আগের দিন এ পুরস্কারের জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

এবার ১১৩ জনকে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। গতকাল পদ্মশ্রীর সঙ্গে পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন এবং পদ্মভূষণ পাচ্ছেন ১৯ জন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অরিজিৎ সিং ছাড়া পশ্চিমবঙ্গে পদ্মশ্রী পেতে যাওয়া বাকি ব্যক্তিরা হলেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শংকর, ঢাকি গোকুল চন্দ্র দাস, শিক্ষা ও সাহিত্যে নগেন্দ্র নাথ রায়, শিল্পকলায় তেজেন্দ্র নারায়ণ মজুমদার, ব্যবসা ও শিল্পে পবন গোয়েংকা ও সজ্জন ভজনকা, আধ্যাত্মিকতায় স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ এবং সমাজসেবায় বিনায়ক লোহানি।

অরিজিৎ সিং, মমতা শংকর ও গোকুল চন্দ্র দাস বলেছেন, এই সম্মান পেয়ে তারা দারুণ আনন্দিত ও গর্বিত। এটা তাদের এগিয়ে চলার পথে অনুপ্রেরণা জোগাবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram