

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া পৌরসভায় অবস্থিত মিফতাহুস সুন্নাহ মাদ্রাসায় এক শিক্ষক কর্তৃক ৯ বছর বয়সী ছাত্র বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসায় শিশু বলাৎকারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকাবাসীর কাছে ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে চড়-ঘুষি মারে। মাদ্রাসার অধ্যক্ষ মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে। অভিযুক্ত শিক্ষক মো. রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) রাজশাহীর চারঘাট থানার ভাটপাড়া গ্রামের মো. জয়নালের ছেলে।
জানা যায়, ওই রাতে সকল শিক্ষার্থী ঘুমিয়ে পড়লে অভিযুক্ত শিক্ষক রুমে থাকা ৯ বছরের এক শিশুকে মুখে বালিশ চেপে ধরে বলাৎকার করেন। ঘটনার পরদিন দুপুরে ভিকটিম বাড়িতে গিয়ে তার বাবাকে ঘটনাটি খুলে বলে। ঘটনার পরপরই পুঠিয়া থানার ওসি বিষয়টি সম্পর্কে অবগত হন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ বর্তমানে মাদ্রাসায় অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিবার থানায় অভিযোগের পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনা স্বীকার করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুঠিয়া থানা পুলিশ। যদিও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে, তবে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

