বাগেরহাট প্রতিনিধি: বঙ্গোপসাগরে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলাকালে সেখান থেকে অবৈধভাবে আহরণ করা ১০৩টি প্লাস্টিক ঝুঁড়ি ভর্তি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। রবিবার সকালে বাগেরহাটের কেবি মৎস্য আড়ৎ ও একটি কোল্ড স্টোরেজে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব সামুদ্রিক মাছ জব্দ করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারীকে সাথে নিয়ে প্রথমে শহরের কেবি মৎস্য আড়তে অভিযান পরিচালনা করা হয়। সেখানে সামুদ্রিক মাছ না পেয়ে পরে মুনিগঞ্জ এলাকায় একটি কোল্ড স্টোরেজে লুকিয়ে রাখা ১০৩টি প্লাস্টিক ঝুঁড়ি ভর্তি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছগুলো শহরের বিভিন্ন মাদরাসা, এতিমখানাসহ অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।