ঢাকা
১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:০৭
logo
প্রকাশিত : মে ১৫, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ ঢাকাস্থ জেলা সমিতির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্তনগর ট্রেন চালুর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় স্থানীয় রেল ষ্টেশনে শান্তিপূর্ণ অবস্থান ও মতবিনিময় কর্মসূচি পালন করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতৃবৃন্দ।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির ঢাকাস্থ সভাপতি প্রকৌশরী নুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষীণ মহানগরীর জামায়াতের আমীর নুরল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ লতিফুর রহমান, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ আন্দোলনের সদস্য সচিব ইকবাল আহমেদ, জেলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, পেশাজীবি সমিতির সভাপতি মাইনুল ইসলাম, ব্যবসায়ী আলাউদ্দিন হোসেন, কাজেম আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

ঘন্টাব্যাপী চলা মতবিনিময় সভায় বক্তারা বলেন, অবহেলিত এই জনপদের অনেক নাগরিক ব্যবসা, চাকুরী ও লেখাপড়াসহ নানাবিধ কাজে রাজধানী ঢাকায় যাতায়াত করেন। কিন্তু এই জেলা থেকে একটি মাত্র ট্রেন বনলতা রাজধানী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও তাতে চাঁপাইনবাবগঞ্জের জনগনের তুলনায় আসন সংখ্যা তুলনামূলকভাবে সীমিত। এতে এই জেলার জনগনের ভোগান্তির শেষ থাকেনা। এদিকে ঢাকা থেকে অনেক ট্রেন রাজশাহী রেলস্টেশন পর্যন্ত এলেও এক ঘন্টার দূরত্বে তা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত আসেনা। আর তাই ভোগান্তি নিরসনে এবং যাতায়াত সহজলভ্যে রাজধানী ঢাকার সাথে চাঁপাইনবাবগঞ্জের আন্ত:নগর টেন পদ্মা, ধূমকেতু, সিল্কসিটি ও মধুমতি চলাচলের দাবি জানানো হয় মতবিনিময় সভায়।

পরে নেতৃবৃন্দ স্টেশন থেকে এসে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram