নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় সজীব ওরফে বদনা সজীব (৪০) নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের ধামশুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত সজীব ওরফে বদনা সজীব ফতুল্লার গাবতলী প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার আব্দুল মান্নানের ছেলে।
এর আগে, একই মামলার আরেক আসামি (৪নং) জাকারিয়া ওরুফে নয়ন (৩০) কে বরিশাল জেলার কোতোয়ালি থানাধীন নাজির মহল্লা এলাকা থেকে গত ১৭ এপ্রিল গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জ সদর উপজেলার গাবতলী প্রাইমারি স্কুলের পাশের একটি পাঁচতলা ভবনের নিচ তলার একটি কক্ষে সুকৌশলে এক গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় (১১ এপ্রিল) একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে এ ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়।
র্যাবের তথ্য সূত্রে জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে ভিকটিমের বিয়ের আগে অভিযুক্ত এক আসামি মাহিমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর মাহিম নানান সময় তাকে উত্ত্যক্ত করত এবং কু-প্রস্তাব দিত। ঘটনার দিন সাবেক প্রেমিক মাহিম এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় সুকৌশলে ভিকটিমকে ভাড়া বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ভিকটিম গৃহবধূ ধস্তাধস্তি জাবরদস্তি করার সময় কান্নাকাটি করলে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। র্যাব-১১ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।